অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের পদক্ষেপে করোনা পরবর্তীতে পুজিবাজার খোলার পর বাজারে শেয়ার মূল্যের উর্ধমুখী প্রবণতা পরিলক্ষিত।
তিনি বলেন, পুঁজিবাজারে সিকিউরিটিজের মুল্য হ্রাস-বৃদ্ধি হওয়া সারা বিশ্বব্যাপী একটি স্বাভাবিক ব্যপার। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে সারা বিশ্বে পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনের প্রবণতা পরিলক্ষিত হয়েছে।
বাংলাদেশের পুঁজিবাজারের লেনদেনও এর ব্যতিক্রম নয়। ওই সময়কালে পুঁজিবাজারের লেনদেনও সাময়িকভাবে বন্ধ ছিল। করোনা পরবর্তীতে পুঁজিবাজার খোলার পর থেকে সরকারের নেয়া কিছু পদক্ষেপের ফলে বাজারে বর্তমান শেয়ার মূল্যের উর্ধমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।
রোববার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী পুঁজি বাজারর স্থিতিশীলতা তথা উন্নয়নের স্বার্থে এবং অস্বাভাবিক দরপতন রোধে সম্প্রতি নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সরকারের নেয়া পদক্ষেপগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শেয়ারের ফ্লোর প্রাইজ সম্পর্কিত নির্দেশনা জারি, পুজিবাজার উন্নয়নে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর মঙ্ড়ে বৈঠক, শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নীতিমালা জারি, পুজিবাজারে বিনিয়োগে বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার তহবিল গঠন , পুজিবাজারে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ ইত্যাদি।