ভোলার ছয় উপজেলার ২০ গ্রামের ১৫ হাজার মানুষ শুক্রবার ঈদুল আযহা উযাপন করছেন।সকাল ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় শুরেশ্বরী ধর্মাবলম্বীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে চারটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করেন।
পরে পর্যায়ক্রমে ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে পশু কোরবানি দেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের শুরেশ্বরীদের মোয়াজ্জেম মজনু মিয়া জানান, অনেক দিন থেকেই আমরা মক্কা মদিনার ওপর নির্ভর করে শুরেশ্বরী দরবার শরীফের অনুসারীরা ঈদ পালন করি। এবারও তাই করেছি।