বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান রাখীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বগুড়ার বিদ্যুৎ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
জানা গেছে, গত ১৬ মার্চ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের স্ত্রী উপজেলা মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান রাখীর বাড়ির ৪৯ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পাওয়া যায়।
আদালতের নির্দেশে সরকার পক্ষে রাখীর নামে মামলা হয়। মামলা চলাকালে বকেয়া বিল পরিশোধ না করায় আদালত গত ২৪ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কোনো কাগজ হাতে পাননি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা মহিলা লীগ সভানেত্রী ইসরাত জাহান রাখী জানান, করোনার আগে ভ্রাম্যমাণ আদালত থেকে তার বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। এরপর এ প্রসঙ্গে কেউ কিছু বলেনি।
তিনি জানান, মঙ্গলবার বকেয়া টাকা পরিশোধ করা হবে।