পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু এবং কাশ্মীরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে অনেক দেশই সাড়া দিচ্ছে। কেননা দেশগুলো তাদের বাণিজ্যিক স্বার্থের জন্য চিন্তিত।
বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাক এই প্রধানমন্ত্রী।
কাশ্মীর নিয়ে ইমরান খান বলেছেন, তিনি আশা করছেন পাকিস্তান ও ভারত এই বিরোধ সমাধান করতে পারবে।
ইমরান খান আরো বলেন, আমরা প্রতিটি দরজায় কড়া নেড়েছি এবং তা করতে থাকবো। আমি জাতিসংঘে কথা বলেছি এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেছি।
এছাড়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, চীনের প্রবৃদ্ধির হার বিশ্বের যেকোন দেশের তুলনায় অনেক বেশি। এবং পাকিস্তান তা থেকে লাভবান হতে পারে।
তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ চীনের সঙ্গে সম্পৃক্ত এবং চীনের সঙ্গে ইসলামাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যেকোন সময়ের তুলনায় অনেক ভাল।
সূত্র: আল জাজিরা