ভারত অধিকৃত কাশ্মিরে কুলগাম জেলার এক বিজেপি নেতাকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুলগামে হঠাৎই সাজাদ আহমেদ নামে ওই নেতার উপর একদল উগ্রবাদী হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সাজাদকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তিনি কুলগাম জেলা বিজেপির সহ-সভাপতি ছিলেন।
সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ বিজেপি নেতার উপর হামলার ঘটনা ঘটলো।
সূত্র:এনডিটিভি।