বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু’র মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ (শুক্রবার) সকাল ১১ টায় রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা আকরামের মুক্তির দাবীতে শ্লোগান দেয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরু, সিনিয়র সহ সভাপতি মোঃ বায়েজীদ প্রধান, সহ সভাপতি সিফাত মিয়া, মোঃ মোশারফ হোসেন, মোঃ আল-আমিন, ইমতিয়াজ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস, যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ নাঈম, শাহ ফয়সাল আহমেদ, আবু হোরায়রা, তন্নী মল্লিক, দীনার হোসেন, মোঃ জুয়েল হাসান, ফরহাদুল আজম, সহ-সাধারণ সম্পাদক জাকির হাসান নাঈম, আল-আমিন বাবলু, রায়হান, রাফসান রিয়াজ, ইউসুফ আহম্মেদ ইরফান, সহ সাংগঠনিক সম্পাদক আশিক সরকার, ফিরোজ হাসান, সহ-সম্পাদক সুমন আলী, ফিরোজ আলম, সদস্য ফয়সাল আহমেদ, ছাত্রনেতা সাইফ খান প্রমুখ।