যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের আবাসিক এলাকার বেশ খানিকটা জায়গাজুড়ে অপরাধ সংঘটিত হয়েছে। এমনকি সেখানকার কয়েকটি ব্লকে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ বছরের এক কিশোর। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেটির নাম ক্রিস্টোফার ব্রাউন।
গুলিবিদ্ধদের মধ্যে হাসপাতালে নেওয়া সাতজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি ওয়াশিংটন পুলিশ।
সূত্র : ওয়াশিংটন পোস্ট